"সুতরাং শ্রীকৃষ্ণের পবিত্র নাম কীর্তন করার আমাদের এইযে আন্দোলন তা প্রামাণিক। এখানে বলা হয়েছে, তন-নাম-গ্রহনাদিভি। তোমরা দেখেছ যে আমাদের হয়গ্রীভ ভগবৎ দর্শনে বাইবেল থেকে নাম জপ সম্পর্কে অনেক অংশ উদ্ধৃতি দিয়েছে, হরে কৃষ্ণ মন্ত্র জপ। সুতরাং শ্রীকৃষ্ণের বা ভগবানের পবিত্র নাম জপ করাটা প্রামাণিক। প্রকৃতপক্ষে এর প্রভাবটাও অনুভূত হচ্ছে। কারণ আমাদেরকে পরামর্শ দেয়া হচ্ছে এই ধর্মীয় নীতিটি আইন অনুযায়ী, অপরাধ শূন্য হয়ে এবং এই চারটি নিয়ম নীতি বর্জন করে সম্পাদন করতে। শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন এবং এই নিয়মগুলো পালন করার দ্বারা কোন মানুষ নিশ্চিতরূপে ভগবদ্ধামে ফিরে যাবে। এব্যাপারে কোন সন্দেহ নাই।"
|