BN/710217 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু গোরক্ষপুর
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
মুক্ত মানে এই মুহূর্তে এই জড়ো, এই জড়ো জগতে, সে বিভিন্ন জড়ো কলেবর প্রাপ্ত হচ্ছে,আর যখন সে ভগবান শ্রীকৃষ্ণের একজন প্রকৃত ভক্ত হয়ে উঠবে, তখন তাকে এক চিন্ময় কলেবর প্রাপ্ত হবে । ঠিক একজন সৈনিকের মতো । একজন মানুষ যতক্ষণ না সে সৈনিকের পদ গ্রহণ করছে ,ততক্ষন অবধি তাকে তাকে সেই উর্দি দেওয়া হয় না । কিন্তু যেই সে একজন সৈনিকের পদে নিয়োজিত হয় , ঠিক তখনই তাকে সেই উর্দি দেওয়া হয়। তাই তুমি বিভিন্ন কলেবর গ্রহণ করছো এই জড়ো জগতে ,আর সেটি হল "ভূত্বা ভূত্বা প্রলীয়তে "(ভগবদ্গীতা ৮․১৯)। তুমি এক কলেবর গ্রহণ করছো ,সেটির বিনাশ ঘটছে ;আবার তোমাকে আর একটি গ্রহণ করতে হবে । কিন্তু যেই মুহূর্তে তুমি পূর্ণরূপে কৃষ্ণভাবনাবৃত হয়ে উঠবে,"ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি" (ভগবদ্গীতা ৪․৯)তখনি ,এই জড়ো দেহত্যাগের পরে,তাকে এই জড়ো জগতে ফিরে আসতে হবে না ।সে তৎক্ষণাৎ ․․․․․․․․․মাং ইতি ,সে গমন করবে ।সেই মতো ,সে এক চিন্ময় দেহ প্রাপ্ত হয়।
|
৭১০২১৭ - কথোপকথন - গোরক্ষপুর |