"সুতরাং যখন তুমি নিজেকে কৃষ্ণভাবনাময় করে রাখবে, তুমি আধ্যাত্মিক শক্তিতে বাস করবে এবং যখন তুমি কৃষ্ণভাবনাময় ছাড়া থাকবে, তুমি জড় শক্তিতে বাস করবে। যখন তুমি জড় শক্তিতে বাস করবে, তখন তোমার উদ্ভাসিত হওয়ার গুণ প্রায় নিঃশেষ হয়ে আসবে কারণ তুমি অগ্নি, কৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। তারপরও আমরা কৃষ্ণের প্রতি বিস্মরণপ্রবণ/অমনোযোগী। কৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক বাস্তবিকই নিঃশেষ হয়ে যাচ্ছে। আর, আবার যদি সে আগুন বা স্ফুলিঙ্গ শুকনা ঘাসের উপর ফেলে তাহলে ধীরে ধীরে ঘাসগুলো জ্বলতে শুরু করবে। সুতরাং যদিও আমরা ...কারণ এই জড়জগতে তিন ধরণের জড় প্রকৃতি রয়েছে। যদি আমরা সৎগুনের সঙ্গ করি তাহলে আমাদের আধ্যাত্মিক শক্তির আবারও অগ্নি প্রজ্বলিত হবে।"
|