BN/710216c প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু গোরক্ষপুর
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"গুরু কখনো বদ্ধ জীবাত্মা হতে পারে না। গুরু অবশ্যই মুক্ত হবেন। কারণ শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় পরিপূর্ণ জ্ঞান ব্যতিরেকে জড়া প্রকৃতির তিনটি গুণের কুলষতা থেকে মুক্ত না হয়ে...... জড় জগতের ত্রিগুনের মধ্যে আবদ্ধ থেকে কেউ কখনো শ্রীকৃষ্ণকে জানতে পারে না। আর শ্রীকৃষ্ণ বলেছেন,"যে আমাকে যথাযথভাবে জানতে পারে, সে শীঘ্রই মুক্তি লাভ করে।" ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি(শ্রীমদ্ভগবদ্গীতা ৪.৯). ঠিক যেমন আমরা প্রতিমুহূর্তে আমাদের পোষাক বা বিভিন্ন দেহ পরিবর্তন করছি, তাই শ্রীকৃষ্ণ বলেছেন, ত্যক্তা দেহং।" |
৭১০২১৬ - কৃষ্ণ নিকেতনে প্রবচন - গোরক্ষপুর |