"অজামিল শুদ্ধভাবে সংকীর্তন করেনি। ঠিক যেমন আমরা দশটি অপরাধ বর্জন করে মহামন্ত্র জপ করার উপদেশ দেই। সুতরাং অজামিলের এই ধরণের কোন কর্মসূচি ছিল না। সে কখনো মনে করেনি যে সে নারায়ণের পবিত্র নাম জপ করছে। শ্রীধর স্বামী ঠিক এই বিষয়টির উপর জোর দিয়েছেন, সে শুধুমাত্র তার পুত্রকে ডাকার চেষ্টা করছিল যার নাম ছিল নারায়ণ। এটা প্রকৃত কীর্তন ছিল না। কিন্তু তবুও এই উচ্চারণ, এই চিন্ময় শব্দ তরঙ্গ, এটারও এমন শক্তি রাখে যে তা পবিত্র নাম জপের নিয়ম-কানুন অনুসরণ না করেও তার সমস্ত পাপকর্মের ফল থেকে তৎক্ষণাৎ মুক্ত করে দেয়। এই বিষয়টির উপর এখানে জোর দেয়া হয়েছে।"
|