BN/710218 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু গোরক্ষপুর

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
এখন,এই জগতে,আনন্দের একটি প্রতিচ্ছবি রয়েছে,যেটি হলো ব্রহ্মানন্দ,কিন্তু সেটি ক্ষণস্থায়ী এবং অনিত্য।সুতরাং শাস্ত্রে বলা হয়েছে যে ,"রমন্ত্যে যোগীনহস্তে"-যোগী মানে তাঁরাই যাঁরা পারমার্থিক জ্ঞান উপলব্ধি করছেন। যোগী আবার তিন প্রকার হতে পারে-জ্ঞানী,হঠযোগী,ভক্তিযোগী।এনারা সকলেই যোগী।তাই,"রমন্ত্যে যোগীনহস্তে"- যোগীর আনন্দের মূল উদ্দেশ্য হওয়া উচিত অসীম অর্থাৎ ভগবানকে উপলব্ধি করা।
৭১০২১৮ - প্রবচন - গোরক্ষপুর