BN/710216d প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু গোরক্ষপুর
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"সর্বপ্রথমে ব্রহ্ম-জ্যোতি আসে। আর শ্রীকৃষ্ণও বলেছেন, ব্রহ্ম অহম প্রতিষ্ঠা। ব্রহ্মই চূড়ান্ত নয়। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে(শ্রীমদ্ভাগবতম ১.২.১১)। প্রথম উপলব্ধি হচ্ছে ব্রহ্ম, অব্যক্ত ব্রহ্ম। তারপর পরমাত্মা, এরপর ভগবান। তাই ভগবান হচ্ছেন চূড়ান্ত বা পরম। মত্তঃ পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়(শ্রীমদ্ভগবদ্গীতা ৭.৭)। সুতরাং ব্রহ্ম-তত্ত্ব, অব্যক্ত ব্রহ্ম-তত্ত্ব,এটাই শেষ নয়। সর্বশেষ হচ্ছেন শ্রীকৃষ্ণ, পরম পুরুষোত্তম ভগবান। এটাই বেদের সিদ্ধান্ত।" |
৭১০২১৬ - চৈঃচঃ প্রবচন মধ্য ০৬.১৫৪ - গোরক্ষপুর |