"আমরা এতোটাই মূর্খ যে আমরা মনে করছি, "এটিই চিরস্থায়ী বন্দোবস্ত।" চিরকাল থাকার ব্যবস্থা। একেই বলা হয় মায়া। চিরকালের ব্যবস্থার কোনও প্রশ্নই আসতে পারে না। অনিত্য...প্রকৃতে ক্রিয়মানানি গুণৈঃ কর্মাণি সর্বশঃ (ভগবদগীতা ৩/২৭)। প্রকৃতির আইন অনুযায়ী আমরা বিভিন্ন ধরণের দেহ পাচ্ছি, বিভিন্ন ধরণের সুযোগ পাচ্ছি। আর এভাবেই তা চলছে। কিন্তু আমরা চিন্ময় আত্মা, আমরা এই জড় দেহ নই। আমাদের অবশ্যই জ্ঞান থাকা উচিত এবং বারবার জন্ম-মৃত্যু-জরা-ব্যাধির এই জাগতিক জীবন থেকে নিজেদের মুক্ত করতে পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করা উচিত।
|