BN/710321 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"এটা তাদের দায়িত্ব আমাকে শ্রদ্ধা করা যেমনটি শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়; তার থেকেও বেশী। এটা তাদের দায়িত্ব। কিন্তু আমি কৃষ্ণ হয়ে গেছি এরূপ ঘোষণা করা আমার কাজ নয়। তাহলে এটা মায়াবাদী। তাহলে এটা শেষ, সব শেষ। আধ্যাত্মিক গুরু হচ্ছেন সেবক ভগবান আর শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান আর যেহেতু পরম ধামে সেবক এবং গুরুর মধ্যে কোন পার্থক্য নেই......সেখানে কোন পার্থক্য নেই। সেবক সবসময় জানে যে "আমি ভৃত্য," আর গুরু জানেন যে "আমি গুরু," তবুও সেখানে কোন পার্থক্য নেই। এটা হচ্ছে পরম।" |
৭১০৩২১ - কথোপকথন - বোম্বে |