"জড় বৈজ্ঞানিকদের আত্মা সম্পর্কে কোন ধারণাই নেই। সুতরাং তারা ভাবে যে চন্দ্রগ্রহে জীবনের কোন অস্তিত্ব নেই, সূর্যেগ্রহে জীবনের কোন অস্তিত্ব নেই। এটা কেবল কূপ-মণ্ডূক-ন্যায়। ডঃ ব্যাঙ পি,এইচ,ডি, সে তার নিজের মতো করে ভাবে। ডঃ ব্যাঙ ভাবেন যে তিন ফুট ব্যাসার্ধের এই কূপই সর্বেসর্বা,এর বাইরে আর কিছুই নেই। এই সমস্ত বদমাশ দার্শনিক আর বৈজ্ঞানিকরা এই ডঃ ব্যাঙের মতো চিন্তা করে। এখানে কোন আটলান্টিক মহাসাগর নেই। এই তিন ফুট ব্যাসার্ধের কূপের জলই সব। কাজেই আমাদের যথার্থ কর্তৃপক্ষের কাছ থেকে জ্ঞান আহরণ করতে হবে। আমরা জল্পনা করতে পারিনা। জল্পনা-কল্পনা আমাদের প্রকৃত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবেনা।"
|