BN/710411 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"ঠিক যেমন আমাদের দৈনন্দিন জীবনের নিয়মগুলি আমরা রাষ্ট্র অথবা রাজার থেকে গ্রহণ করি। রাজা বা রাষ্ট্রের কথা/সিদ্ধান্ত আইন হিসেবে গৃহীত হয় আর প্রত্যেককেই এই আইন মানতে হয়। একইভাবে ভগবানের আদেশ বা নীতিকে ধর্ম বলে। ভগবান ছাড়া ধর্ম অর্থহীন। ধর্ম.....কারণ ধর্ম মাণে ভগবানের সূত্র। সুতরাং যদি কেউ ভগবানের অস্তিত্ব অস্বীকার করে, স্বাভাবিকভাবেই তার কোন ধর্ম নেই। আর বৈদিক নীতি অনুসারে ধর্মহীন মানুষ হচ্ছে পশু। ধর্মহীন পশুভি সমানঃ।" |
৭১০৪১১ - মণ্ডপ প্রবচন - বোম্বে |