"ভদ্রমহিলা এবং ভদ্রমহোদয়গণ, কৃষ্ণভাবনামৃত আন্দোলনের এই সভায় অংশ গ্রহণের জন্য আমি আপনাদের অনেক ধন্যবাদ জানাই। এই কৃষ্ণভাবনামৃত আন্দোলন খুবই প্রামাণিক। এটা কোন সাজানো মানসিক জল্পনা নয়। এটা বৈদিক জ্ঞানের ভিত্তিতে অনুমোদিত, সুনির্দিষ্টভাবে, সরাসরি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ থেকে অনুমোদিত, পাঁচ হাজার বছর আগে যখন সেখানে কোন ধর্মের ইতিহাস ছিলনা। আধুনিক যুগের যেকোনো ধর্মকে বিবেচনা করতে পারেন, কোন ধর্মই ২০০০ বছরের বেশি পুরনো নয়। কিন্তু যতদূর জানা যায় এই শ্রীমদ্ভাগদ্গীতা পাঁচ হাজার বছর পূর্বে কুরুক্ষেত্রের রণাঙ্গনে বলা হয়েছিল।"
|