BN/710219b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু গোরক্ষপুর
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"এটা সেটা নিয়ে নিজেকে এতো বেশি উদ্বিগ্ন কর না। এটিই হচ্ছে রহস্য। তুমি কেবল আমার শরণাগত হও। ।"অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি:"আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি। তুমি জন্ম জন্মান্তর ধরে বহু বহু পাপকর্ম করেছ, এবং তোমাকে এর ফলও জন্ম-জন্ম ধরে ভোগ করতে হবে। কিন্তু তুমি যদি কেবল আমার কাছে শরণাগত হও, আমি তোমাকে সকল দুঃখ-দুর্দশা থেকে সর্বতোভাবে রক্ষা করব। নিশ্চিত। "মা শুচ্ঃ: "দুশ্চিন্তা কোর না। তাহলে কেন তুমি এই পথ অবলম্বন করছ না? এটিই হচ্ছে সঠিক রাস্তা।"
|
৭১০২১৯ - শ্রীচৈতন্য চরিতামৃত প্রবচন, মধ্যলীলা ৬/১৫৪-১৫৫ - গোরক্ষপুর |