"দ্বৈত স্বভাবসম্পন্ন পৃথিবীতে, ভদ্রাভদ্র, "এটা ভালো, এটা মন্দ। এটা সুন্দর, এটা অসুন্দর," এগুলি মানসিক জল্পনাকল্পনা মাত্র, কারণ এই বিশ্বে কোন কিছুই সুন্দর নয়। সবকিছুই খারাপ, কারণ এটা নিত্য নয়। তাই শঙ্করাচার্য বলেছেন, জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য। এটা সত্য। বিশ্বের এই যে বৈচিত্র্য, যেকোনো কিছু সবই ক্ষণস্থায়ী। এটাই সঠিক শব্দ। এটা মিথ্যা নয়; এটা ক্ষণস্থায়ী সত্য। বৈষ্ণব দর্শন মতে এই বিশ্বচরাচর মিথ্যা নয় কিন্তু ক্ষণস্থায়ী, অনিত্য। অনিত্য সংসারে মোহ জনমীয়া। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, জড় বিদ্যা সব মায়ার বৈভবঃ "জড় বিজ্ঞানের উন্নতি হচ্ছে মায়ার বৈভব।" আমরা ইতোমধ্যে মায়াগ্রস্ত আর আমরা যদি আরও মায়া বাড়াতে থাকি, তাহলে আমরা আরও বেশী জড়িয়ে পড়বো। এটাই প্রকৃতি।"
|