BN/710803 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
যদি কোনো ব্যাক্তি কৃষ্ণভাবনামৃত সংস্থার সাথে যুক্ত হয়, তবে সেই ব্যাক্তি শুদ্ধ হতে পারবেন। এটাই হয়েছে আমাদের একমাত্র প্রজ্ঞাপন। তাদের অতীতেতের কোনো কর্মকান্ডের উপর আমরা নজর দেবোনা। এই কলিযুগে, কোনো ব্যাক্তি অতীতে ভালো কর্মে লিপ্ত ছিলোনা। অতএব আমরা তার অতীতের কর্মকে বিবেচনা করবো না। আমাদের বিনীত নিবেদন যে আপনারা কৃষ্ণভাবনামৃতএর সাথে যুক্ত থাকুন। ভগবান কৃষ্ণ,শ্রীমদ্ভগবদ্গীতাতে ১৮ অধ্যায় ৬৬ শ্লোক বলেছেন :-
সব প্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরোনাগত হও। আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করবো। তুমি কোনো প্রকার শোখ করো না। অতীতে যদি কোনো ব্যাক্তি পাপীষ্ট কাজে যুক্ত থাকেন এবং ভুল বুঝতে পেরে ভগবানের কাছে এসে আশ্রয় নেন তাহলে ভগবান তাকে রক্ষা করবেন। জড়জগৎ থেকে মুক্ত হতে পারবেন ।ভক্তির পথই হচ্ছে যথাযত। অতীতে সে কোন কাজে লিপ্ত ছিল তা নিয়ে আমরা যেন উদ্বেগ প্রকাশ না করি। সব মানুষ কোনো না কোনো ভাবে পাপ কর্মে লিপ্ত ছিল। এই ব্যাপারটি আমাদের কাম্য নয়। ভববান শ্রীকৃষ্ণ বলছেন আমার শরণাপন্ন হলে আমি তাকে রক্ষা করবো। এই প্রতিশ্রুতি উনি আমাদের দিয়াছেন। |
710803 - প্রবচন SB 06.01.15 - লন্ডন |