"শ্রীকৃষ্ণের প্রধানত তিনটি শক্তি রয়েছেঃ জড়শক্তি, চিন্ময় শক্তি এবং তটস্থা শক্তি। আমরা হচ্ছি তটস্থা শক্তি। কারণ আমাদেরকে অন্য একটি উচ্চতর শক্তির অধীনে থাকতে হয়। ঠিক যেমন, তুমি যখন কোন অফিসে কাজ কর, তোমাকে একজন নিয়ন্ত্রকের অধীনে কাজ করতে হয়, স্বাধীনভাবে নয়, একইভাবে আমাদের তটস্থা অবস্থাটা হচ্ছে এরকম যে, আমরা জড় শক্তির অধীনে থাকতে পারি অথবা চিন্ময় শক্তির অধীনেও থাকতে পারি। চিন্ময় শক্তির নিয়ন্ত্রণে থাকাটাই হচ্ছে আমাদের প্রকৃত জীবন আর জড় শক্তির নিয়ন্ত্রণে থাকাটাকে বলা হয় মায়া, মিথ্যা। এই কারণে আমরা হচ্ছি তটস্থা; এখন আমরা আমাদের পছন্দ নির্বাচন করতে পারি।"
|