"শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায়, তোমরা এই কৃষ্ণভাবনামৃতের দর্শন বুঝার চেষ্টা করছ। এখানে কঠিন কিছু নেই। সবকিছুই আমাদের ভগবদগীতায় আছে। তুমি শুধু বোঝার চেষ্টা কর আর তোমরা জীবনকে সার্থক করে তোলো। এটাই আমাদের অনুরোধ। বদমাশ, মূঢ়, নরাধম আর মায়া-অপহৃত-জ্ঞান হইয়ো না। তথাকথিত শিক্ষার কোনই মূল্য নেই কারণ এখানে প্রকৃত জ্ঞান নেই। প্রকৃত জ্ঞান হচ্ছে ভগবানকে জানা। সারাবিশ্ব জুড়ে এরকম কোন শিক্ষা নেই, কোন বিশ্ববিদ্যালয় নেই, তাই তারা শুধু বদমাশ তৈরি করছে। সুতরাং আমার একমাত্র অনুরোধ হচ্ছে যে, বদমাশ হইয়ো না। তুমি এখানে রাধা-কৃষ্ণের আরাধনা কর। রাধা-কৃষ্ণ প্রনয়বিকৃতির (চৈ.চ.আদি ১.৫)শুধু শ্রীকৃষ্ণকে জানার চেষ্টা কর, তাহলেই তোমার জীবন সাফল্যমণ্ডিত হবে।"
|