"প্রকৃতপক্ষে তারা ভগবানকে চায়না; অন্যথায়, যদি তারা ভগবানকে চায়, শ্রীকৃষ্ণকে চায় তাহলে এখানে কঠিন কিছু নেই। শ্রীকৃষ্ণ বলেছেন, মন-মনাভব মদ-ভক্তো, মদ-যাজি মাম্ নমস্কুরু (শ্রীমদ্ভাগবদ্গীতা ১৮।৬৫), মামেবৈষ্যত্যসংশয়ঃ (শ্রীমদ্ভাগবদ্গীতা ১৮।৬৮)। চারটা জিনিস। 'শুধু আমাকে চিন্তা কর' মন-মনা। মদ-ভক্তোঃ 'শুধু আমার ভক্ত হউ'। মদ-যাজিঃ 'আমাকে পূজা কর এবং আমাকে নমস্কার কর। তুমি যদি শুধুমাত্র চারটি জিনিস কর, তুমি নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসবে।' এই চারটা জিনিস। কিন্তু তারা এগুলো করতে পারে না কিংবা করতে চায় না। অন্যথায় খুব সহজ। আমরা সবসময় কিছু না কিছু চিন্তা করছি। আমাদের শুধুমাত্র শ্রীকৃষ্ণকে সেই জায়গাটায় স্থাপন করতে হবে। না। তারা শ্রীকৃষ্ণ ছাড়া অন্য বহুকিছু চিন্তা করবে। এটাই হচ্ছে সমস্যা।"
|