BN/740625 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মেলবোর্ন
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"পুরুষ মানে ভোক্তা। পুরুষ। আর প্রকৃতি মানে ভোগ্যা। উপভোগের জন্য দুটো জিনিস দরকারঃ একজন ভোক্তা আর খাদ্য সামগ্রী হচ্ছে ভোগ্যা। সুতরাং এই জড় জগতের সমস্ত জীবন্ত সত্তাই প্রকৃতিগত ভাবেই ভোগ্যা, তবুও অজ্ঞানতার বসে ভোগ্যা ভোক্তা হওয়ার দাবি করে, বাস্তব একটি উদাহরণ থেকে দেখ, নারী এবং পুরুষ। পুরুষকে মনে করা হয় ভোক্তা আর নারীকে মনে করা হয় উপভোগ্যা। সুতরাং ভোগ্যা মানে প্রকৃতি এবং ভোক্তা মানে পুরুষ। সুতরাং আমরা সমস্ত জীবন্ত সত্তারাই হচ্ছি প্রকৃতি; আমরা পুরুষ নই।" |
৭৪০৬২৫ - শ্রীমদ্ভাগবদ্গীতা প্রবচন ১৩.২২-২৪ - মেলবোর্ন |