BN/741127 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের সেবা করা। গোলক বৃন্দাবনে কেউ শ্রীকৃষ্ণের রাখাল বন্ধু হয়ে তাঁর সেবা করছে, কেউ গোপী বা প্রেমিকা হয়ে সেবা করছে। কেউ তাঁর পিতা মাতা, নন্দ মহারাজ যশোদা মা হয়ে সেবা করছে। কেউ শ্রীকৃষ্ণের বন্ধু হয়ে, কেউ দাস হয়ে কেউ বা বৃক্ষ, জল, ফুল, ফল, ভুমি, গাভী, বাছুর হয়ে সেবা করছে। এটিই আমাদের কর্তব্য। কিন্তু যে কারণেই হোক আমরা শ্রীকৃষ্ণের সেবা করতে চাইনি। তাই আমাদের এই ত্রিগুণাত্মিকা মায়ার সেবায় নিযুক্ত করা হয়েছে।" |
৭৪১১২৭ - শ্রীমদ্ভাগবতম প্রবচন ০৩.২৫.২৭ - বোম্বে |