"তুমি যদি পরম সত্যকে উপলব্ধি করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কিছু তপস্যা করার জন্য রাজি থাকতে হবে, অন্যথায় এটি সম্ভব নয়। প্রাথমিক পর্যায়ের কিছু ছোটখাট তপস্যা-যেমন একাদশী; এটিও বিভিন্ন ধরণের তপস্যার মধ্যে অন্যতম একটি। আসলে একাদশীর দিন আমাদের কোন খাদ্য গ্রহণ করা উচিৎ নয়, এমনকি জলও নয়। কিন্তু আমাদের সমাজে আমরা এত কঠিন করে করতে পারিনা। তাই আমরা বলছি 'একাদশীর দিন কোন শস্য গ্রহণ করোনা। সামান্য ফল আর দূধ খাও।' এটা হচ্ছে তপস্যা। তো আমরা কি এতোটুকু তপস্যা করতে পারবোনা? তাই আমরা যদি খুব সহজ ভাবে করা যায় এইরকম একটু তপস্যাটুকু করতে তৈরি না থাকি, তবে তুমি কি করে আশা করতে পার যে তুমি ভগবদ্ধামে ফিরে যাবে?"
|