BN/750226 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মায়ামি
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"ভগবান আমাকে এই দেহটি দিয়েছেন ব্যবহার করার জন্য। ঠিক যেমন একজন কৃষক সরকারের কাছ থেকে কিছু জমি নিয়ে তাতে চাষাবাদ করে খাদ্য সামগ্রী এবং শস্য উৎপাদন করে। কিন্তু সে জানে যে, 'যদিও আমি এই জমিটি ভোগ দখল করছি কিন্তু এর প্রকৃত মালিক হচ্ছে সরকার। একইভাবে যদি আমরা এই সত্যটা উপলব্ধি করতে পারি যে ভগবান আমাকে এই দেহটি দিয়েছেন আমার বাসনা অনুসারে কর্ম করার জন্য, কিন্তু দেহটি আমার সম্পত্তি নয়; এটা ভগবানের সম্পত্তি, শ্রীকৃষ্ণের-তবে এটিই হচ্ছে জ্ঞান।" |
৭৫০২২৬ - শ্রীমদ্ভাগবদ্গীতা প্রবচন ১৩.০৩ - মায়ামি |