"যিনি তার নিজের মধ্যে শ্রীকৃষ্ণকে খুঁজে পাওয়ার চেষ্টা করছেন......শ্রীকৃষ্ণ সেখানে আছেন। তাই আমাদেরকে শুধু যোগ্য হতে হবে তাঁকে দেখার জন্য। এটাই প্রয়োজন। এটাকে বলা হয় ভক্তিযোগ। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, প্রেমাঞ্জনচ্ছুরিগভক্তিবিলোচনন সন্তঃ সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি (ব্রহ্মসংহিতা ৫.৩৮)। শুধুমাত্র শারীরিক কসরতের দ্বারা এটি সম্ভব নয়। যখন তোমার চোখ ভগবানের প্রতি প্রেম দ্বারা রঞ্জিত হবে। তখন তুমি ২৪ ঘণ্টাই তোমার মধ্যে তাঁকে দেখতে পাবে। সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি। এটা বোঝা খুব একটা কষ্টকর কিছু নয়, কারণ তুমি যদি কাউকে ভালোবাসো তবে তুমি সর্বদাই তার কথা চিন্তা কর, তুমি সব সময় তার উপস্থিতি অনুভব করতে পার, তাহলে শ্রীকৃষ্ণের ক্ষেত্রে সেটি কেন নয়? এটি কঠিন কিছু নয়। তাই শ্রীকৃষ্ণ শিখাচ্ছেন। শ্রীকৃষ্ণের প্রতি এই প্রেম বৃদ্ধি করার জন্য তিনি বলেছেনঃ মন্মনা ভব মদ্ভক্তো মদযাজী মাং নমস্কুরু (শ্রীমদ্ভাগবদ্গীতা ১৮.৬৫)."
|