"তারা বুঝতে পারেনা যে এই জড়জাগতিক জীবন সর্বদাই দুঃখ দুর্দশাপূর্ণ। তারা ভাবে 'এটা খুব সুন্দর'। পশু, পশুর মতো......ঠিক যেমন কসাইখানা বা পশুর গুদাম, সেখানে অসংখ্য পশু একসঙ্গে থাকে, যাদেরকে কিছুক্ষণের মধ্যেই হত্যা করা হবে। প্রত্যেকেই তা জানে। এমনকি পশুরাও জানে কিন্তু তাদের পশু স্বভাবের কারণে তারা কিছুই করতে পারে না। একইভাবে আমাদেরকে এই জড়জগৎ রূপ কসাইখানায় ভরে রাখা হয়েছে। এটাকে বলা হয় মৃত্যুলোক। প্রত্যেকেই জানে যে সে বধ হতে যাচ্ছে। আজ অথবা কাল কিংবা ৫০ বছর অথবা ১০০ বছর পরে। প্রত্যেকেই জানে যে তাঁকে হত্যা করা হবে। সে মারা যাবে; মৃত্যু মানে হত্যা। কেউই মরতে চায় না। কিন্তু তাদেরকে জোর করে মারা হয়। এটাকে বলে হত্যা।"
|