BN/750708b প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু শিকাগো
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
প্রভুপাদঃ তুমি তোমার সামর্থ্য অনুযায়ী শ্রীকৃষ্ণকে যেকোনো সেবা প্রদান করতে পার। কিন্তু তুমি যদি শ্রীকৃষ্ণকে তোমার নিজের সেবায় লাগাতে চাও তাহলে সেটি হবে ভুল, মস্তবড় ভুল। তুমি শ্রীকৃষ্ণকে তোমার নিজের সেবায় লাগাতে পারনা। প্রত্যেকেই শ্রীকৃষ্ণকে তার নিজের সেবায় লাগাতে চেষ্টা করছে। তারা গির্জায় যাচ্ছে, "হে কৃষ্ণ, আমার দৈনন্দিন আহার্য প্রদান কর।" যার মানে "তুমি আমার সেবা কর। তুমি আমাদের প্রতিদিনের জীবিকা প্রদান কর এবং আমাকে সেবা কর।" কিন্তু আমাদের উপস্থাপনটা হচ্ছে যশোদা মাঈয়ার মতো, "কৃষ্ণ, তুমি সারাদিন ধরে খেলা করছ। এখন আস! সবার আগে কিছু খাও।" এই হচ্ছে সেবা। তারা শ্রীকৃষ্ণের কাছে যায় প্রতিদিনকার রুজি রোজগার চাওয়ার জন্য। কিন্তু এখানে যশোদা মা বলেছেন, "এখানে আস! তুমি যদি না খাও তাহলে তুমি শুকিয়ে যাবে, রোগা হয়ে যাবে, আস।" এটা হচ্ছে বৈষ্ণব দর্শন।
ভক্তঃ জয়, জয়, শ্রীল প্রভুপাদ। প্রভুপাদঃ হরে কৃষ্ণ। |
৭৫০৭০৮ - প্রাতঃ ভ্রমণ - শিকাগো |