BN/750919 প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বৃন্দাবন
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
প্রভুপাদঃ এখন আমি চল্লিশ কোটি পেয়েছি। কে দিল?
ভারতীয় ব্যক্তিঃ আজ্ঞে। কৃষ্ণ। প্রভুপাদঃ শ্রীকৃষ্ণ আমাকে দিয়েছেন। সুতরাং শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল হন। তিনি বলেছেন, তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং (শ্রীমদ্ভাগবদ্গীতা ৯।২২): 'যে আমার সেবায় নিয়োজিত হয়, তার সমস্ত প্রয়োজন আমি সরবরাহ করি।' এটা তিনি বলেছেন। বাস্তবেই তা দেখুন। আমাদের যা কিছু প্রয়োজন, সবই আসছে। এটা আমার কৃতিত্বে আসছে না। সমস্ত কৃতিত্ব শ্রীকৃষ্ণের। তিনি দিচ্ছেন। যখনই তিনি দেখেন যে 'এরা আমার জন্য কাজ করছে', তখন তিনি সবকিছু সরবরাহ করেন; যা কিছু আপনার প্রয়োজন। আমাদেরকে শুধু সচেতন হতে হবে এর সাবধানভাবে খরচ করতে হবে, উড়নচণ্ডীর মতো অর্থের অপচয় করা যাবে না। তখন তিনি আমাদের সবকিছু দিবেন।" |
৭৫০৯১৯ - প্রাতঃ ভ্রমণ - বৃন্দাবন |