BN/751003 প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মরিশাস্
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
প্রভুপাদঃ আঁখ...... যে ব্যক্তি পাণ্ডু রোগে আক্রান্ত, তার কাছে আঁখ তেঁতো লাগবে। এটা হচ্ছে পরীক্ষা। তাই এর ঔষধ হচ্ছে যে তাকে আঁখ খেতে হবে। খেতে খেতে যখন সে সুস্থ হয়ে উঠবে, তখন সে বুঝবে, 'ওহ! এটা তো অনেক ভারী মিষ্টি।
পুষ্ট কৃষ্ণঃ সুতরাং তখন তাঁকে বুঝতে হবে যে, এই জড়জগতে বসবাসের ক্ষেত্রে কিছু সমস্যা আছে। প্রভুপাদঃ না, সে তার অতিরিক্ত জড়বাদী মনের কারণে কোন সুখই খুঁজে পাবেনা। ব্রহ্মানন্দঃ এটাই রোগ। প্রভুপাদঃ এটাই হচ্ছে রোগ। তাই তাঁকে ভক্তিযোগের দ্বারা নিরাময় করতে হবে। সুরুতে ভক্তি যোগ তার কাছে তেঁতো মনে হবে। তাই তারা আসতে চাইবেনা। কিন্তু যদি তারা ভক্তিযোগ অবলম্বন করে, তাহলে ভবরগ নিরাময় হবে, তখন তাদের কাছে এটা সুমিষ্ট বলেন প্রতিভাত হবে। পুষ্ট কৃষ্ণঃ আজ্ঞে। |
৭৫১০০৩ - প্রাতঃ ভ্রমণ - মরিশাস্ |