BN/750404 প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মায়াপুর
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"এটাই হচ্ছে জ্ঞানী আর জ্ঞানহীন মানুষের মধ্যে পার্থক্য। একজন জ্ঞানী মানুষ ভাববে, "যাই হোক আমাকে তো মরতেই হবে। তাই কিছুদিন আগে আর পরে মরার মধ্যে সমস্যা কি? এটা হচ্ছে জ্ঞান। আর যারা জ্ঞানহীন তারা মৃত্যুকে ভয় পায়। সবচেয়ে ভালো কাজ হচ্ছে মৃত্যু আসার আগেই সুন্দরভাবে আমাদের কৃষ্ণভাবনামৃতকে সম্পূর্ণ করা। এটাই প্রয়োজন। মৃত্যু আসবেই। তুমি এটিকে এড়াতে পারবে না।" |
৭৫০৪০৪ - প্রাতঃ ভ্রমণ - মায়াপুর |