BN/710628 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"এখন কে জল পান করছে না ? জলের স্বাদই হলেন ভগবান শ্রীকৃষ্ণ, তাই কে এখনো কৃষ্ণকে দেখেনি ? তারা বলে , " তুমি কি আমাকে ভগবান দেখাতে পারো ? " তুমি যদি ভগবানকে না দেখো , তাহলে কে দেখাবে ? এইতো ভগবান , তুমি জল পান করছ। এইতো ভগবান , সূর্যকিরণ। যারা শ্রীকৃষ্ণকে ভগবান রূপে দেখতে পারেনা․․․․․․কেননা শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান রূপে দর্শন করতে হলে অনেক অনেক হাজার বছরের তপস্যার প্রয়োজন হয় , তবেই শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যায়।" |
৭১০৬২৮- কথোপকথন - সান ফ্রান্সিস্কো |