BN/710630 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"যে কোনো জীবাত্মা যখন আন্তরিকভাবে শ্রীকৃষ্ণকে সেবা করতে চাইবে , সে সুফল লাভ করবে । এতে কোনো সন্দেহ নেই। শুধুমাত্র আন্তরিকতার প্রয়োজন। শমো দমস্তপঃ শৌচং ক্ষান্তিরার্জবমেব চ (ভগবদ্গীতা ১৮/৪২ )। আর্জবম অর্থাৎ কোনো দৈবীভাব ছাড়া। তাহলে, কৃষ্ণ ভাবনামৃত পন্থায় তার অগ্রগতি নিশ্চিত। শ্রীকৃষ্ণ হলেন খুবই বুদ্ধিমান ; তিনি অন্তরে বিরাজমান । তুমি তাঁকে ঠকাতে পারবে না।" |
৭১০৬৩০ - কথোপকথন - লস্ এঞ্জেলেস্ |