BN/710720 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
প্রভুপাদ : কোনো প্রশ্ন আছে ?
নন্দকিশোর : আমরা যদি একজন মানুষকে রাস্তায় একটা কেবলই চমৎকার বা একটু প্রসাদ দিই , এক টুকরো প্রসাদ , তাহলে তার কি হয় ? প্রভুপাদ : বাহ্ , সেটা চমৎকার , কেবলই চমৎকার ( হাসির শব্দ ) ( মৃদুহাস্য ) সে তার জীবনে কখনই এরকম চমৎকার মিষ্টি আস্বাদন করেনি। তাই তুমি ওকে তা দিয়ে চমৎকার কাজ করেছ , আর যেহেতু ও সেই চমৎকার মিষ্টিটা খাচ্ছে , একদিন সে তোমার মন্দিরে এসে চমৎকার হয়ে উঠবে। ভক্তগণ : জয়!! প্রভুপাদ : তাহলে এটা কেবলই চমৎকার। তাই এই কেবলই চমৎকার বিতরণ করা চালিয়ে যাও। তোমাদের দর্শন কেবলই চমৎকার । তোমাদের প্রসাদ কেবলই চমৎকার । তোমরা কেবলই চমৎকার। আর তোমাদের কৃষ্ণ কেবলই চমৎকার। আর তিনি কার্য করছেন চমৎকার , সাড়াও দিচ্ছেন চমৎকার ভাবে। কে এটা অস্বীকার করতে পারে ? কীর্তনন্দ : প্রভুপাদও কেবলই চমৎকার। প্রভুপাদ ( মৃদুহাস্য ) : ঠিক আছে , তোমরা সবাইও হতে পার।
|
৭১০৭২০ - প্রবচন - নিউ ইয়র্ক |