"যেকোনো মহিলাকে মাতৃবৎ দেখা উচিত। এটাই ভদ্রতা। নিজের বিবাহিত পত্নী ছাড়া অন্যান্য নারীদের সঙ্গে মায়ের মতো আচরণ করা উচিত। ব্রহ্মচারীদের এরকম শিক্ষা দেয়া উচিত, 'মা'। এটাই সংস্কৃতি। তারা শুধু অন্যের স্ত্রী, অন্য রমণীদের নিয়ে পালিয়ে যাওয়া আর তাদের শোষণ করার চেষ্টা করছে। আর তারাই নাকি সভ্য। বর্তমান সময়ে কোন সভ্যতা নেই। মাতৃবৎ পর দ্বারেষু পরাদ্রব্যেষু লৌষ্ট্রবত (চাণক্য শ্লোক ১০): 'অন্যের অর্থকে রাস্তায় পরে থাকা নুড়ির মতো মনে করা উচিত'। কেউ এটাকে এত গুরুত্ব দেয়না। কিন্তু তারা শুধু পরিকল্পনা করছে কি করে অন্যের অর্থকে আত্মসাৎ করা যায়। আত্মসাৎ সর্ব ভূতেষু: 'তুমি যদি ব্যথা আর আনন্দ অনুভব কর তাহলে অন্যের জন্যও সেইরকমই অনুভব করা উচিত।' যদি তোমার গলা কেটে ফেলা হয়, তবে কি তুমি খুব সুখ অনুভব করবে? তাহলে কেন তুমি নিরীহ প্রাণীগুলোর গলা কাটছো? কোথায় সভ্যতা? এখানে কোন সভ্যতা নেই। শুধু প্রতারক, চোর, বদমাশ আর মূর্খ। সভ্যতা কোথায়? তারা সভ্যতার অর্থ জানে না।"
|