BN/700504b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

Revision as of 10:56, 17 September 2020 by Vanibot (talk | contribs) (Vanibot #0019: LinkReviser - Revise links, localize and redirect them to the de facto address)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আমরা কেবল এমন জিনিস খেতে পারি যা দেবতা, কৃষ্ণ দেওয়া হয়। যজ্ঞ সিষ্টাসিনাঃ (শ্রীমদ্ভগবদ্গীতা ৩।১৩)।এমনকি আমরা যদি কিছু পাপ করে থাকি তবে এই প্রসাদাম খেয়ে আমরা এর বিরুদ্ধে লড়াই করতে পারি।মুচ্যন্তে সর্ব কিলভীসহ যজ্ঞ-শিষ্টা...অশিষ্টা যজ্ঞের পরে খাবারের অবশিষ্টাংশ।যদি কেউ খায় তবে মুচ্যন্তে সর্ব কিলভীসহ কারণ আমাদের জীবন পাপী তাই আমি বলতে চাই, পাপী ক্রিয়াকলাপ থেকে মুক্ত। এটা কেমন? এটি ভাগবত গীতিতেও বলা হয়েছে, যে অহম ত্বাম সর্ব-পাপেভ্যঃ মোক্ষস্যামি(শ্রীমদ্ভগবদ্গীতা ১৮।৬৬):'আপনি যদি আমার কাছে আত্মসমর্পণ করো তবে আমি তোমাকে সমস্ত পাপী প্রতিক্রিয়া থেকে সুরক্ষা দেব'। সুতরাং আপনি যদি এটিকে সঙ্কল্প করেন যে কৃষ্ণ "সেটি কে দেওয়া হয় না এমন কিছু আমি খাব না," এর অর্থ সেটি আত্মসমর্পণ। আপনি সেটি কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেন, 'আমার প্রিয় প্রভু, আপনাকে যা দেওয়া হয় না তা আমি খাব না'।সঙ্কল্প। সেই সঙ্কল্প হ'ল আত্মসমর্পণ। এবং আত্মসমর্পণ করার কারণে, আপনি পাপী প্রতিক্রিয়া থেকে রক্ষা পেয়েছেন। "
৭০০৫০৪ - প্রবচন ঈশোপনিষদ ০১ - লস্‌ এঞ্জেলেস্‌