"সুতরাং শ্রীকৃষ্ণ উচ্চতর শক্তিকে নিম্নতর শক্তিতে রূপান্তরিত করতে পারেন আবার নিম্নতর শক্তিকে উচ্চতর শক্তিতে। এটাই হচ্ছে তাঁর সর্বশক্তিমত্তা। ঠিক যেমন শ্রীকৃষ্ণ যখন এই জড় জগতে আবির্ভূত হন, এমনকি মায়াবাদী দর্শন অনুসারে তিনি তথাকথিত জড় শরীর ধারণ করেন, যদিও সেটা জড় নয়। তিনি চিন্ময়ে রূপান্তরিত হতে পারেন। এটাই তাঁর সর্বশক্তিমত্তা। সম্ভবাম্যাত্মমায়য়া (শ্রীমদ্ভাগবদ্গীতা ৪.৬)। ঠিক তড়িৎ প্রকৌশলীর ন্যায়, তিনি একই তড়িৎ শক্তিকে হিমাগারে আবার উননেও ব্যবহার করতে পারেন। এটা তার ব্যাবহারে দক্ষতা। একইভাবে শ্রীকৃষ্ণ তাঁর কৃষ্ণভাবনামৃত আন্দোলন দ্বারা তিনি এই জড় জগতকে চিন্ময় জগতে রূপান্তরিত করতে পারেন শুধুমাত্র চেতনার পরিবর্তনের মাধ্যমে। এটাই তাঁর ক্ষমতা।"
|