"এই যে কৃষ্ণভাবনামৃত আন্দোলন, যেটাকে আমরা জনপ্রিয় করে তোলার চেষ্টা করছি, এটা হচ্ছে এই যুগের জন্য সবচেয়ে উপযুক্ত আর প্রত্যক্ষ প্রক্রিয়া। যেমন শ্রীচৈতন্য মহাপ্রভু প্রচার করেছেন- কলৌ নাস্ত্যেব নাস্ত্যেব নাস্ত্যেব গতিরন্যথা। এই কলিযুগে- কলহ এবং প্রতারনার যুগে এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি আর সরাসরি বা প্রত্যক্ষ সংগ্রাম। ঠিক যেমন সামরিক বিদ্যায় একটি শব্দ আছে- 'ডাইরেক্ট অ্যাকশন' বা প্রত্যক্ষ সংগ্রাম, এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে মহামন্ত্র হচ্ছে আধ্যাত্মিক ডাইরেক্ট অ্যাকশন।"
|