BN/660812 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
বৈদিক শাস্ত্রমতে মানুষ্য সমাজের চারটি বিভাগ আছে , ব্রহ্মচর্য , গৃহস্ত, বানপ্রস্থ ও সন্ন্যাস। ব্রহ্মচারী মানে ছাত্রজীবন , কম বেশি, ছাত্রজীবন। আর গৃহস্থ মানে হচ্ছে তারা , যারা ছাত্রজীবনের পরবর্তীতে পরিবার প্রতিপালনে ব্রতী হয় । বানপ্রস্থ হচ্ছে পারিবারিক জীবন থেকে অবসর নেওয়া এবং সন্ন্যাস হচ্ছে ত্যাগের জীবন । তাদের জড়জাগতিক কার্যকলাপের সঙ্গে কোনো যোগসূত্র থাকেনা । গতিকে এগুলো হচ্ছে মনুষ্য সমাজের চারটি স্তর । |
660812 - প্রবচন BG 04.24-34 - নিউ ইয়র্ক |