"তাঁর স্বয়ং রূপ, তাঁর ব্যক্তিগত রূপে শ্রীকৃষ্ণ সর্বদাই বৃন্দাবনে অবস্থান করেন, ঠিক একজন রাখাল বালকের ন্যায়। এটা হচ্ছে তাঁর প্রকৃত রূপ। শ্রীকৃষ্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণের যে রূপ এটা তাঁর আসল রূপ নয়। ঠিক যেমন হাইকোর্টের একজন বিচারক। আমরা কখন তাঁর প্রকৃত রূপটি খুঁজে পাবো? তাঁর প্রকৃত রূপটি তুমি তাঁর বাড়িতে খুঁজে পাবে। বিচারালয়ে না। বিচারালয়ে এমনকি যদি সেই বিচারকের বাবাও আসেন বাবাকেও সেই বিচারককে 'মাই লর্ড' বলে সম্বোধন করতে হবে। এটিই হচ্ছে বিচারালয়। বাড়ির সেই ব্যক্তি আর বিচারালয়ের সেই একই ব্যক্তি তারা ভিন্ন। যদিও তারা একই ব্যক্তি। একই ভাবে তাঁর প্রকৃতরূপে ভগবান শ্রীকৃষ্ণ কখনো বৃন্দাবন ত্যাগ করে যান না।তিনি সর্বদাই একজন রাখাল বালকের ন্যায় অবস্থান করেন।"
|