"শ্রীকৃষ্ণের অসংখ্য বিস্তার রয়েছে। কিন্তু তা কিছু পরিমাণে শুধু প্রদর্শন করা হয়েছিল যখন তিনি আমাদের সামনে প্রকট ছিলেন শুধুমাত্র এটা প্রমাণ করার জন্য যে, তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। কারণ ভবিষ্যতে কিছু মূর্খ ভগবানের অবতার বা ভগবান হওয়ার অনুকরণ করবে। কিন্তু শ্রীকৃষ্ণের জীবনাচরণে এমন কিছু বিরল বা অসাধারণ বৈশিষ্ট্য ছিল যেগুলো কেউ কখনো প্রদর্শন করতে পারবেনা। যেমন গোবর্ধন লীলা। তোমরা ছবিতে তা দেখেছ। ৭ বছর বয়সে তিনি এই পর্বতকে তুলে ধরেছিলেন। তাঁর যৌবনে তিনি ১৬ হাজার রমণীকে ১৬ হাজার রূপে বিবাহ করেছিলেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি তাঁর বিশ্বরূপ প্রদর্শন করেছিলেন। সুতরাং 'আমি ভগবান' এটা দাবি করার পূর্বে কাউকে এইসব অসাধারণ বৈশিষ্ট্য গুলো প্রদর্শন করার জন্য প্রস্তুত থাকতে হবে। অন্যথায় কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কোন বোকাকে ভগবান বলে মানবে না।"
|