"একটি শিশু , আগুনের বিজ্ঞান , তার ভৌত প্রকৃতি না জানা সত্ত্বেও , সে যদি আগুনের সংস্পর্শে আসে , আগুন তার ক্রিয়া করবে অর্থাৎ সে পুড়ে যাবে। আর , আমি বলতে চাইছি , একজন বিখ্যাত বিজ্ঞানী যিনি আগুনের ভৌতিক গঠন সম্পর্কে সম্পূর্ণ রূপে জ্ঞাত , তিনিও যদি আগুনের সংস্পর্শে আসেন , তিনিও পুড়েই যাবেন। তাই কৃষ্ণ ভাবনাময় পন্থা এতই সুন্দর যে তুমি যদি এটিকে গ্রহণ কর কোনো দার্শনিক বা বৈজ্ঞানিক উপলদ্ধি না করেই - এটি তবুও তার ক্রিয়া করবে। কিন্তু তুমি যদি দর্শন বা বিজ্ঞানের দ্বারা এটিকে উপলব্ধি করতে চাও , তার জন্য আমাদের প্রচুর ভান্ডার রয়েছে শ্রীমদ্ভগবতগীতার মধ্যে।"
|