"আমরা অবিচ্ছেদ্য অংশ দাস, ঠিক যেমন তোমার শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো তোমার দাস। এই আঙ্গুলটি তোমার দেহের একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এটি সবসময়ই সারা দেহের সেবা করে চলেছে। সেটিই এর কাজ। আঙ্গুল ভোক্তা নয়, বা হাতটি ভোক্তা নয়।; কিন্তু পেটটি হচ্ছে আসল ভোক্তা। তুমি আঙ্গুল দিয়ে খাবার জিনিস গ্রহণ করছ আর হাত সেটি এখানে দিচ্ছে। তাহলে তুমি খেতে পারবে না। সেটি অপচয় হচ্ছে। ঠিক তেমনই, দাস্যম্ গতানাম্ এর নাম আত্মোপলব্ধি যে, আমি হচ্ছি অবিচ্ছেদ্য অঙ্গ। মমৈবাংশো জীবভূতা (গীতা ১৫/৭). তাই এটি বুঝতে হবে অবিচ্ছেদ্য অংশের কাজটি কি।"
|