BN/660827 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো এই জগত একটি বিকৃত প্রতিচ্ছবি। যেহেতু এটি বাস্তবের প্রতিচ্ছবি , সেহেতু এটি এতো সুন্দরভাবে প্রতীয়মান হয়ে যে তাকে আমরা সত্য বলে গ্রহণ করি। এটি হচ্ছে মায়া। কিন্তু আমরা যদি বুঝতে পারি যে এটি ক্ষণস্থায়ী , আমার আসক্ত হওয়া উচিত নয়। আমার বাস্তবের প্রতি আসক্ত হওয়া উচিত অবাস্তবের প্রতি নয়।" তো বাস্তব হচ্ছে শ্রীকৃষ্ণ। এটিও বাস্তব কিন্তু অনিত্য। তাই আমাদের অনিত্য থেকে সত্যে যেতে হবে। "
৬৬০৮২৭ - প্রবচন ভগবদ গীতা ০৫ .০৭ -১৩ - নিউ ইয়র্ক