BN/661130 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো কারোর এমন আশা করা উচিত নয় যে ভক্তির ফলে , 'আমার জড়জাগতিক পরিস্থিতির উন্নতি হবে ' বা 'আমি এই জড়জাগতিক বন্ধন থেকে মুক্তি পাবো '। তো সেটিও একরকমের ইন্দ্রিয়তৃপ্তি। যদি আমি চাই যে ' এই জটিল অবস্থা এথেকে মুক্তি পাওয়া যাক ' ঠিক যেমন যোগী এবং জানাইরা , তারা চেষ্টা করে। তারা এই জড়বন্ধন থেকে মুক্তি পেতে চায়। কিন্তু ভক্তিতে এমন কোন বাসনা নেই, কারণ সেখানে শুদ্ধ প্রেম আছে। এরম কোন বাসনা নেই যে 'এই ভাবে আমি লাভবান হবো '। না। এটা কোন লাভের ব্যবসা নয় যে ' যতক্ষণ আমি কিছু ফেরত পাচ্ছি , ও , আমি কৃষ্ণ ভক্তি করবোনা '। লাভের কোন ব্যাপার নেই। "
৬৬১১৩০ - প্রবচন চৈতন্য চরিতামৃত মধ্যলীলা ২০ .১৪২ - নিউ ইয়র্ক