BN/661220 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
" ধরো আমার জীবনের শুরু থেকেই আমার কোনো খারাপ গুন্ আছে , কিন্তু আমি ইটা বুঝেছি যে , 'কৃষ্ণভাবনামৃত খুব ভালো , এখন আমি এটি গ্রহণ করবো '। তো আমি চেষ্টা করছি, সর্বশ্রেষ্ঠ ভাবে। কিন্তু একই সময় যেহেতু আমার অভ্যেস হয়ে গেছে , আমি তা বর্জন করতে পারছিনা। যদিও আমি জানি , যে এই অভ্যাস তা খারাপ , তবুও , অভ্যাস একজনের দ্বিতীয় প্রকৃতি। আমি বর্জন করতে পারছিনা। তো শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছেন যে ," তবুও , ইটা ভালো। এটার প্রশ্নের অতীত যে সে সাধু নয় বা সত্যবাদী নয় , তিনি ধার্মিক নয়। ওই একটা যোগ্যতা , সে কৃষ্ণভাবনাময় , সে আন্তরিকভাবে কাজ করছে , যদিও মাঝে মাঝে হেরে যাচ্ছে , তবুও তাকে সাধু বলে জানতে হবে। সাধু মানে " সত্যবাদী , ধার্মিক। "
৬৬১২২০ - প্রবচন ভগবদ গীতা ০৯ .২৯ -৩২ - নিউ ইয়র্ক