"সংকর্ষণ থেকে ৩টি বিস্তার রয়েছে। তাদেরকে বলা হয়- বিষ্ণু বা মহাবিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু। মহাবিষ্ণু-যখন জড় জগত সৃষ্টি হয় তা মহাবিষ্ণুর বিস্তার থেকে আসে। মহাবিষ্ণু থেকে সমগ্র ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। মহাবিষ্ণু থেকে গর্ভোদকশায়ী বিষ্ণু বিস্তার লাভ করে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করে। এরপর প্রত্যেক ব্রহ্মাণ্ডে গর্ভোদকশায়ী বিষ্ণু থেকে ক্ষীরোদকশায়ী বিষ্ণু বিস্তার লাভ করেন। এই ব্রহ্মাণ্ডের মধ্যে ধ্রুব তারার নিকট ক্ষীরোদকশায়ী বিষ্ণুর গ্রহলোক রয়েছে। আর ক্ষীরোদকশায়ী বিষ্ণুর বিস্তাররূপে পরমাত্মা প্রত্যেক জীবের হৃদয়ে প্রবেশ করে।"
|