"আমরা প্রত্যেকে হলাম ভগবানের ক্ষুদ্রতম অংশ। ধরুন ভগবান হল সোনার পিণ্ড, এবং আমরা হলাম সোনার ছোট্ট কণা। মাত্র, সুতরাং যদিও আমরা হলাম ছোট্ট কণা, কিন্তু গুণের ক্ষেত্রে আমরা সোনা। আমরাও হলাম সোনা। সুতরাং যদি তুমি তোমার স্থানটা বুঝতে পারো, তাহলে তুমি ভগবানকেও বুঝতে পারবে। ঠিক যেরকম একটি চালের বস্তা থেকে তুমি কিছু ধান নিলে এবং দেখে বুঝতে পারবে কি রকমের চাল আছে বস্তায় এবং তুমি তার মূল্যায়ন করতে পারবে, দাম। তো তুমি নিজেকে বোঝার চেষ্টা করো, তাহলে তুমি বুঝতে পারবে ভগবান কি, অথবা অন্য উপায়ে :" যদি তুমি ভগবানকে বোঝো, তাহলে তুমি সবকিছু বুঝতে পারবে। একটি হল ঊর্ধ্বগামী পদ্ধতি আরেকটি হল অধোগামী পদ্ধতি।"
|