"যখন তুমি আমাকে জিজ্ঞেস করো বা আমি তোমাকে জিজ্ঞেস করি ,"তুমি কি?" আমি এই দেহের সম্পর্কে কিছু বলি। তুমি কি পাগল নও? তুমি কি বলতে পারবে, তোমাদের মধ্যে কেউ, যে তোমরা উন্মাদ নও ? যদি তুমি, আমি বলতে চাইছি, যত দূর তোমার পরিচয়, তুমি যদি নিজেকে এমন কিছু ভাব যা তুমি নও, তাহলে কি তুমি পাগল নও ? তাহলে কি তুমি পাগল নও? তো যেই নিজেকে এই দেহ মনে করে, দেই উন্মাদ। সেই উন্মাদ। সেই উন্মাদ।।সমগ্র বিশ্বের কাছে সংপ্রশ্ন এইটা। যে ভগবানের সম্পত্তি, ভগবানের জমি , ভগবানের ভূমি নিজের বলে দাবি করছে , সেই উন্মাদ। এটিই সংপ্রশ্ন। দেখি কে এই সম্পত্তি, এই দেহকে নিজের বলে স্থাপন করতে পারে। তুমি কেবল, প্রকৃতির দ্বারা, তুমি, প্রকৃতির কৌশলের দ্বারা, তুমি কোথাও এসে পড়েছ। তুমি কোন একটা দেহে এসে পড়েছ। কোন এক চেতনায় এসে পড়েছ, এবং প্রকৃতির নিয়মের দ্বারা তুমি নির্ধারিত। এবং তুমি তার জন্য পাগল হয়ে গেছো। "
|