BN/661228 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"আধ্যাত্মিক জীবন এবং জড়জাগতিক জীবন হচ্ছে যখন আমরা আনন্দ উপযোগ করতে চাই, যখন আমরা জড়জাগতিক বিষয়ের করতে হতে চাই, এটি হচ্ছে জড়জাগতিক জীবন। এবং যখন তুমি ভগবানের দাস হতে চাও, সেটি হচ্ছে আধ্যাত্মিক জীবন। এদের, আধ্যাত্মিক এবং জড়জাগতিক জীবনের মধ্যে বেশি তফাৎ নেই। কেবল চেতনার পরিবর্তন করতে হবে। যখন আমার চেতনা এই জোড়া প্রকৃতিকে নিয়ন্ত্রণ করবার হবে , সেটি জড়জাগতিক জীবন এবং জং আমার চেতনা শ্রীকৃষ্ণকে সেবা করবার হবে, ভগবানকে, সেটি, কৃষ্ণ ভাবনামৃত, সেটি আধ্যাত্মিক জীবন। " |
৬৬১২২৮ - প্রবচন চৈতন্য চরিতামৃত মধ্যলীলা ২০ .৩৫৪ -৩৫৮ - নিউ ইয়র্ক |