"ভগবদ্গীতায় বলা হয়েছে যে , সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্টো , "আমি সকলের হৃদয়ে অবস্তিত। " মত্তঃ স্মৃতিজ্ঞানমপোহনং (ভগবদ্গীতা ১৫/১৫) " আমার থেকেই স্মৃতি ,জ্ঞান ও বিলোপ হয়।" এই উভয় কার্যই পরমাত্মা দ্বারা হচ্ছে। একদিকে , তিনি সহায়তা করছেন আত্মা উপলব্ধির জন্য , ভগবানকে উপলব্ধির জন্য , আর অপরদিকে তিনিই সাহায্য করছেন ভগবানকে ভুলে থাকার জন্য। তাহলে কিভাবে পরম পুরুষোত্তম ভগবান , পরমাত্মা রূপে , এই উভয় কাজ করছেন ? আসলে ব্যাপারটা এই যে আমরা যদি ভগবানকে ভুলে থাকতে চাই , ভগবান আমাদেরকে এমন ভাবে সাহায্য করবেন যাতে আমরা ভগবানকে ভুলে থাকতে পারি জন্ম জন্মান্তর। কিন্তু আমরা যদি ভগবানের সাথে আমাদের সম্পর্ক পুনর্জীবিত করতে চাই , তাহলে অন্তর থেকে উনি আমাদের সব কাজেই সহায়ক হবেন। এই মনুষ্য জন্ম হল একটি সুযোগ ভগবানকে উপলব্ধির জন্য।"
|