BN/751016 প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু জোহানেসবার্গ
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
প্রভুপাদ : তুমি নিরাপদ হয়ে থাকতে চাও , কিন্তু তা এখানে নেই। তুমি হয়তো রাজনৈতিক ব্যবস্থা করতে পারো খুব নিরাপদ ভাবে , কিন্তু প্রকৃতির ব্যবস্থা কি ? যেকোনো মুহূর্তে তোমাকে বের করে দেওয়া হবে। কোন নিশ্চয়তা নেই। কোন নিশ্চয়তা নেই যে তুমি অনেক বছর ধরে জীবিত থাকবে। যেকোনো মুহূর্তে।
হরিকেস : কিন্তু আমরা যদি সর্বদা মৃত্যুর কথা চিন্তা করি তাহলে আমার এখন জীবন কি করে উপভোগ করবো ? প্রভুপাদ : কিন্তু মৃত্যু নিশ্চিত। তুমি যদি সে বিষয়ে না ভাব তাহলে তুমি বদমাইশ। এটি হল কথা (হাসি ) মৃত্যু নিশ্চিত। এবং তুমি যদি তা নিয়ে না চিন্তা করো তাহলে তুমি বদমাইশ। তার প্রমাণ আছে। ধরো আমি এখানে বসে আছি , আমরা ওখানে হেটে যাচ্ছি এবং কোন বিপদ আসছে। তা আমাদের তৎক্ষণাৎ মেরে ফেলবে। সুতরাং সেখানে কি আমি শান্তিপূর্ণ ভাবে থাকতে পারবো ? (হাসি)। সর্বপ্রথম আমাকে বীমা করতে হবে , ঠিক যেমন এরা বীমা করে , যে কোন মৃত্যু আসবেনা। তোমাদের বৈজ্ঞানিক প্রগতি , তোমাদের কত উন্নতি আছে , ইটা নিশ্চিত করতে যে তুমি কখনো মরবেনা , এবং শান্তি ভাবে এখানে চিরকালের জন্য থাকতে পারবে। তখন তুমি ভালো বাড়ি বানাও, সুন্দর করে সাজাও ,,,,, এমন ব্যবস্থা কোথায় ? |
৭৫১০১৬ - প্রাতঃ ভ্রমণ - জোহানেসবার্গ |