BN/670104b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"এই সমস্ত গোপ বালকেরা, সমস্ত গরু এবং অন্য যা কিছু আছে, এঁরা সব হচ্ছেন কৃষ্ণের শক্তির বিস্তার। এ সমস্ত কিছুই আধ্যাত্মিক। ঠিক যেমন আমরা কৃষ্ণের তটস্থা শক্তির বিস্তার এবং জড় পদার্থ হচ্ছে কৃষ্ণের নিকৃষ্ট জড় শক্তির বিস্তার, ঠিক তেমনি, আধ্যাত্মিক জগতে যা কিছুই আছে- কৃষ্ণ, গোপবালকেরা, গরুগুলি, এবং সবকিছু- তাঁরা তাঁর আধ্যাত্মিক শক্তির বিস্তার।" |
৬৭০১০৪ - প্রবচন চৈ.চ. মধ্য ২১.১৩-৪৮ - নিউ ইয়র্ক |